খালেদা জিয়ার মুক্তি ও তত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির রংপুর বিভাগের মহাসমাবেশ হবে শনিবার।
তবে শুক্রবার সকাল থেকেই সমাবেশ স্থলে জড়োহতে শুরু করেছে নেতা,কর্মি,উৎসাহী জনতা। নীলফামারী,কুড়িগ্রাম,লালমনিরহাট, গাইবান্ধা থেকে আগত অনেক কর্মি রংপুর আসার পথে সৃষ্ট নানামুখি বাধা, প্রতিবন্ধকতার বর্ণনা দিচ্ছেন আয়োজক ও মিডিয়ার কাছে।
মাঝে মাঝেই ' কে বলেরে জিয়া নাই, জিয়া আছে বাংলায়' খালেদা জিয়ার মুক্তি চাই,দিতে হবে দিয়ে দাও' ইত্যাদি স্লোগানে মুখরিত হচ্ছে সমাবেশ স্থল।
মহাসমাবেশ আয়োজকদের ধারনা, বাধা, সন্ত্রাসী হামলা,পুলিশী হয়রানি সত্বেও কয়েক লাখ মানুষ সমবেত হবে কাল শনিবার।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন