শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ঝালকাঠিতে বিএনপির লিফলেট বিতরণ

ঝালকাঠি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

আগামী ৫ নভেম্বর বিএনপির বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করতে ঝালকাঠিতে লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপি। গতকাল সকালে শহরের বিভিন্ন স্থানে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন ও সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেনের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়। এছাড়াও দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সড়কের মোড়ে মোড়ে দাঁড়িয়ে পথচারী ও যানবাহনের যাত্রীদের হাতে লিফলেট তুলে দেন। বিভাগীয় সমাবেশে যোগদানের জন্য অনুরোধ জানানো হয় লিফলেটে। লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান, জেলা যুবদলের আহ্বায়ক মো. শামীম তালুকদার, বিএনপি নেতা অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরদার সাফায়াত হোসেন ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু।
লিফলেট বিতরণ শেষে জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন, আগামী ৫ নভেম্বর বিএনপির বরিশাল বিভাগীয় সমাবেশে ঝালকাঠি থেকে অর্ধলক্ষাধিক নেতাকর্মী যোগদানের কথা রয়েছে। ইতোমধ্যে সরকার সমর্থিত বাসমালিকরা সমাবেশে যেতে বাধা দেওয়ার জন্য ধর্মঘটের ডাক দিয়েছে। প্রয়োজনে পায়ে হেঁটে সমাবেশে যাবে নেতাকর্মীরা। কোনো বাধাই প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না বলেও জানান তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন