শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

উৎসবে পদদলিত হয়ে গায়কের মৃত্যু

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০২২, ১০:১৭ এএম

দক্ষিণ কোরিয়ায় হ্যালোইন উৎসব কেড়ে নিয়েছে দেড় শতাধিক মানুষের প্রাণ। দেশটির রাজধানী সিউলে হ্যালোইন উৎসবে যোগ দিয়ে পদদলিত হয়ে মৃত্যু হয়েছে মানুষগুলোর। নিহতদের মধ্যে রয়েছেন দেশটির তরুণ গায়ক ও অভিনেতা লি জি-হান। ২৪ বছর বয়সী লি জি-হানের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার এজেন্সি ৯৩৫ এন্টারটেইনমেন্ট।

এ প্রসঙ্গে ৯৩৫ এন্টারটেইনমেন্ট এক বিবৃতি দিয়েছে। সেখানে বলা হয়েছে, ‘লি জি-হান আমাদের মাঝে আর নেই, এটা বিশ্বাস করা যায় না! আমরা তার শোকসন্তপ্ত পরিবার, শুভাকাঙ্ক্ষীদের প্রতি সমবেদনা জানাই। লি সব সময় হাসিখুশি থাকতেন, মানুষের মধ্যে অনুপ্রেরণা ছড়িয়ে দিতেন। তিনি একজন আলোকিত মানুষ ছিলেন।’

একাধারে গায়ক ও অভিনেতা লি জি-হান দুই অঙ্গনেই আলোচিত ছিলেন। কোরিয়ার জনপ্রিয় ড্রামা সিরিজ ‘টুডে ওয়াজ অ্যানাদার নাম হুইন ডে’-তে অভিনয় করে তিনি অভিনেতা হিসেবে আলোচনায় আসেন।

সংগীতশিল্পী হিসেবে লি সবার নজরে আসেন কোরিয়ার একটি রিয়েলিটি শোয়ে অংশ নিয়ে। পরে একটি ব্যন্ডে যোগ দিয়েছিলেন তিনি। তার মৃত্যুতে সহকর্মীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন