শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

জনপ্রিয়তা হারাচ্ছেন দঃ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সিওক-ইউল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০২২, ১১:৫৪ এএম

আজ (সোমবার) স্থানীয় গণজরিপ সংস্থা রিয়েলমিটার প্রকাশিত এক সমীক্ষার ফলাফল বলছে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সিওক-ইউলের প্রতি সেদেশের জনগণের সমর্থনের বর্তমান হার ৩৩.৪ শতাংশ, যা গত সপ্তাহ থেকে ১.২ শতাংশ কম।

তা ছাড়া, দক্ষিণ কোরিয়ার ৬৩.৮ শতাংশ নাগরিক প্রেসিডেন্ট ইউন সিওক-ইউলের প্রশাসনের কার্যক্রম সম্পর্কে নেতিবাচক মতামত দিয়েছেন। গত ১৪ থেকে ১৮ নভেম্বর দক্ষিণ কোরিয়ার ২৫১৬ জন প্রাপ্তবয়স্ক নাগরিকের মধ্যে এ সমীক্ষা পরিচালিত হয়।

রাজনৈতিক দলগুলোর সমর্থনের দিক থেকে বৃহত্ বিরোধী দল তথা কমন ডেমোক্রেটিক পার্টির প্রতি জনসমর্থনের হার ৪৮.১ শতাংশ, যা তার আগের সপ্তাহের তুলনায় ১.৩ শতাংশ বেশি।

আর ন্যাশনাল পাওয়ার পার্টির প্রতি সমর্থনের হার ৩৩.৮ শতাংশ, যা তার আগের সপ্তাহের তুলনায় ২.৩ শতাংশ কম। সূত্র: সিআরআই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন