শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

‘বাহুবলির’ ছাড়িয়ে এগিয়ে চলেছে ‘কানতারা’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০২২, ১১:০১ এএম

ভারতের সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছিল পরিচালক রাজামৌলির 'বাহুবলি'। আয়ের দিক থেকে বাহুবলির সেই রেকর্ড ভাঙল মাত্র ১৬ কোটি রুপির কন্নড় ভাষার ত সিনেমা ‘কানতারা’। গত ৩০ সেপ্টেম্বর মুক্তি পায় ঋষভ শেঠি পরিচালিত ‘কানতারা’। মুক্তির পর থেকে বক্স অফিসে একের পর রেকর্ড করছে। ১৬ কোটি রুপি বাজেটের সিনেমাটি বৃহস্পতিবার (৪ নভেম্বর) পর্যন্ত বিশ্বব্যাপী আয় করে ৩০০ কোটি রুপিরও বেশি।

পিংকভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, মুক্তির পঞ্চম সপ্তাহে ‘কানতারা’ সিনেমাটি ভারতে ‘বাহুবলি টু’ সিনেমার রেকর্ড ভেঙেছে। পঞ্চম সপ্তাহে সিনেমাটি ৬৫ কোটি রুপি আয় করেছে। গত সপ্তাহের তুলনায় ১০ শতাংশ কম। আর ‘বাহুবলি টু’ পঞ্চম সপ্তাহে আয় করেছিল ৪০ কোটি রুপি। শুধু ভারতে ‘কানতারা’ সিনেমার মোট আয় দাঁড়িয়েছে ২৭৫ কোটি রুপি। এখন ৩০০ কোটি রুপির দিকে এগিয়ে যাচ্ছে। আর বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছে ৩০৩ কোটি রুপি।

গত ৩০ সেপ্টেম্বর কর্নাটকের ২৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘কানতারা’। একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং অস্ট্রেলিয়ায় মুক্তি পায় এটি। কন্নড় ভাষায় সাফল্যের পর তেলেগু, হিন্দি, তামিল এবং মালায়ালাম ভাষায় ডাবিং করার ঘোষণা দেন পরিচালক। প্রথমে হিন্দি সংস্করণটি ভারতের ৮০০টির বেশি স্ক্রিনে মুক্তির ঘোষণা করা হয়েছিল; পরে এটি ২ হাজার ৫০০ স্ক্রিনে মুক্তি পায়।

কানতারা মাত্র ১৬ কোটি রুপি বাজেটের একটি আঞ্চলিক সিনেমা। অথচ ভারত জুড়ে বক্স অফিসে সাফল্যের পাশাপাশি, সমালোচকরা প্রশংসায় ভাসাচ্ছেন এই সিনেমাটিকে। আইএমডিবিতে এর রেটিং ৯ দশমিক ১।

হম্বেল ফিল্মস প্রযোজিত ‘কানতারা’ সিনেমার চিত্রনাট্য রচনা ও অভিনয়ও করেছেন পরিচালক ঋষভ শেঠি। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন—কিশোর, অচ্যুত কুমার, সপ্তমী গৌড়া, প্রমোদ শেঠিসহ অনেকেই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন