শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

সেই হিসাবে আমরা লন্ডন থেকে ভালো আছি : খাদ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০২২, ১২:৫১ পিএম

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ইউক্রেন, রাশিয়ার যুদ্ধের কারণে সারা বিশ্বে শর্ট সার্কিটের আগুন লেগেছে। তখন লন্ডনের মত দেশে খাওয়ার রেশন করে দিয়েছে, দুই বেলার বেশি কেউ খেতে পারবে না। আপনারা কয় বেলা খান? তিন বেলা না দুই বেলা? আমরা তিন বেলায়ই খাই। সেই হিসাবে আমরা লন্ডনের থেকে ভালো আছি।তিনি আরও বলেন, আমেরিকাতে গাড়িতে তেল সাত দিনে ৫ লিটার পাবে। আমরা সাত দিন না একদিনেই যত ইচ্ছা তেল ভরতেই থাকি ভরতেই থাকি। এই হলো বাংলাদেশ, এই হলো শেখ হাসিনার দেশ। আমরা বুঝি, রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণে জিনিসপত্রের পর্যাপ্ত পরিমাণ আমদানি করতে না পারায়, দাম বৃদ্ধি হওয়াতে কষ্ট হচ্ছে নিম্ন আয়ের মানুষের। যার জন্য সরকার উপজেলা পর্যায়ে ৩০ টাকা কেজি চাল ও ১৫ টাকা কেজি করে ৩০ কেজি চাল দিচ্ছে। সরকার চেষ্টা করছে, এই দেশকে সুখী সমৃদ্ধশালী সোনার বাংলা গড়তে। গতকাল শনিবার (৫ নভেম্বর) ১০ টায় উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিলে বাহাদুরপুর পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার উপরোক্ত কথাগুলো বলেনইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসনারা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, আওয়ামী লীগের সহ-সভাপতি ঈশ্বর চন্দ্র বর্মন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন প্রমুখ।

 

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন