সম্প্রতি সাবেক বিচারপতি সামছুদ্দিন চৌধুরী মানিকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা পূর্ব পরিকল্পিত এবং বিএনপির সমাবেশ থেকে এই হামলা ভাঙচুর করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের প্রধান ও অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ।
সোমবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।
ডিএমপি কমিশনার বলেন, সাবেক বিচারপতি মানিকের গাড়িতে হামলার ঘটনায় প্রথমে দশজন পরে আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরও জিজ্ঞাসাবাদ চলছে। আপনারা ধরে নিতে পারেন ১২ জন।
তিনি আরও বলেন, আপনারা জানেন রাস্তাটা খোলা ছিল। সেই সমাবেশস্থল থেকে গাড়িতে হামলা করা হয়েছে। সমাবেশস্থলে যারা ছিল এমন ব্যক্তিদের যাচাই করে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। পরে আমরা আরও দুজনকে গ্রেফতার করেছি। এছাড়াও যাচাই-বাছাই চলছে। আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হয়েছে তারা সমাবেশস্থল থেকে হামলা চালিয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন