শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

বিশ্ব দ্রুতগতিতে এগোচ্ছে নরকের মহাসড়কের দিকে : গুতেরেস

কপ-২৭ : আবহাওয়া পরিবর্তনের বিরুদ্ধে লড়াই ‘বেঁচে থাকার যুদ্ধ’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২২, ১২:০১ এএম

মিসরের শারম আল-শেখ-এ আবহাওয়া সম্মেলন কপ-২৭ এর উদ্বোধনী বক্তব্যে বিশ্বনেতা ও কূটনীতিকরা বৈশ্বিক উষ্ণতার বিরুদ্ধে লড়াইকে মানুষের বেঁচে থাকার যুদ্ধ বলে তুলে ধরেছেন। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আবহাওয়া পরিবর্তন রোধের লড়াইয়ে আমরা হেরে যাচ্ছি বলে সতর্ক করে দিয়ে বলেন, বিশ্ব দ্রুতগতিতে নরকের মহাসড়কের দিকে এগিয়ে যাচ্ছে। সোমবার মিসরের সাগরতীরবর্তী ওই অবকাশ কেন্দ্রে বিশ্বের সরকারগুলো দুই সপ্তাহের আবহাওয়া আলোচনা শুরু করার পর এই কঠোর বার্তাটিই তাদের বক্তব্যের সুর নির্ধারিত করে দেয়; আফ্রিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের রাষ্ট্র নেতারা এই বার্তারই প্রতিধ্বনি করেন।
সম্মেলনে উপস্থিত প্রতিনিধিদের উদ্দেশে গুতেরেস বলেন, ‘সহযোগিতা অথবা ধ্বংস: মানবতাকে এর মধ্যে একটি বেছে নিতে হবে’। জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে সরে আসা তরান্বিত করতে ও ইতোমধ্যে আবহাওয়া পরিবর্তনের বিরূপ প্রভাবের শিকার দরিদ্র দেশগুলোকে দ্রুত অর্থায়ন করার আহ্বান জানান তিনি।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, আবহাওয়া পরিবর্তন নিয়ে কয়েক দশক ধরে আলোচনা চললেও রাষ্ট্রগুলো এ পর্যন্ত গ্রিনহাউস গ্যাসের নির্গমন হ্রাস করতে ব্যর্থ হয়েছে এবং ভবিষ্যতে এটি করার তারা যে প্রতিশ্রুতি দিয়েছে তাও অত্যধিক উষ্ণ হয়ে যাওয়া থেকে পৃথিবীকে বাঁচানোর মতো পর্যাপ্ত নয়। গুতেরেস বলেন, ইউরোপের স্থল যুদ্ধ, শীর্ষ দুই গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী যুক্তরাষ্ট্র ও চীনের অবনতিশীল কূটনৈতিক সম্পর্ক, ব্যাপক মুদ্রাস্ফীতি ও জ্বালানি সরবরাহ সীমিত হয়ে পড়া দেশগুলোকে আবহাওয়া পরিবর্তনের বিরুদ্ধে লড়াই থেকে আরও দূরে সরিয়ে নেওয়ার ও ক্লিন এনার্জিতে স্থানান্তরের লাইন থেকে বিচ্যুত করার হুমকি তৈরি করছে।
‘গ্রিনহাউস গ্যাস নির্গমণ বেড়ে চলেছে, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধিও অব্যাহত আছে আর আমাদের গ্রহ দ্রুত এমন একটি মাত্রার দিকে এগিয়ে যাচ্ছে যা আবহাওয়া বিশৃঙ্খলাকে অপরিবর্তনীয় করে তুলবে’ বলেছেন তিনি। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বলেন, একসাথে অনেকগুলো বৈশ্বিক সংকটে বিশ্ব বিভ্রান্ত হয়ে পড়লেও রাষ্ট্রগুলোর আবহাওয়া পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতি ত্যাগ না করা গুরুত্বপূর্ণ। ‘জ্বালানির পরিপ্রেক্ষিতে রাশিয়ার হুমকির কারণে আবহাওয়া বিষয়ে আমাদের প্রতিশ্রুতি আমরা ত্যাগ করবো না, তাই সব দেশকেই তাদের সব প্রতিশ্রুতি বজার রাখতে হবে’ বলেছেন তিনি।

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেন, যুদ্ধের কারণেই বিশ্বকে জীবাশ্ম জ্বালানি থেকে ছাড়িয়ে আনার উদ্যোগ ত্বরান্বিত করা দরকার। ‘বিশ্বব্যাপী বাড়তে থাকা জ্বালানির মূল্য আবহাওয়া পরিবর্তনের ক্ষেত্রে ধীরে যাওয়ার কোনো কারণ নয় বরং আরো দ্রুত কাজ করার কারণ’ বলেছেন সুনাক। বিশ্ব নেতারা বৈশ্বিক উষ্ণতার ঝুঁকির বিষয়ে সহমত পোষণ করলেও ‘আবহাওয়া বন্ধুভাবাপন্ন’ ভবিষ্যতে জীবাশ্ম জ্বালানি কোনো ভূমিকা পালন করতে পারবে কিনা এবং ইতোমধ্যে হওয়া আবহাওয়াজনিত ক্ষতির জন্য কার অর্থ দেওয়া উচিত ইত্যাদি নিয়ে তাদের বক্তব্যে বড় ধরনের দূরত্ব প্রকাশ পেয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
জীবাশ্ম জ্বালানির যুগ শেষ করার আহ্বান জানিয়ে গুতেরেসের দেওয়া বক্তব্যের পরপরই সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান মঞ্চে উঠে জানান, বিশ্বে জীবাশ্ম জ্বালানির চাহিদা যতদিন থাকবে ততদিন তার দেশ সেগুলো উত্তোলন ও সরবরাহ করে যাবে। দায়িত্বশীল সরবরাহকারী হিসেবেই তারা এমনটি করবে বলে দাবি করেছেন তিনি। আবহাওয়া সম্মেলনে সেনাগাল এবং আফ্রিকান ইউনিয়নের প্রেসিডেন্ট ম্যাকি সল, মিসরের প্রেসিডেন্ট সিসি, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী রিশি সুনাক, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁসহ অনেককেই দেখা যায়। সবাই আবহাওয়ার পরিবর্তন মোকাবিলায় নিজেদের পরিকল্পনার কথা তুলে ধরবেন। ২৭তম আবহাওয়া সম্মেলন, যার আনুষ্ঠানিক নাম কনফারেন্স অব পার্টিজ-২৭ বা কপ-২৭। এবারের সম্মেলনে অংশ নিচ্ছে ১৯৮টি দেশের প্রায় ৩০ হাজার মানুষ। সূত্র : রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন