শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মাদ্রাসায় স্বতন্ত্র শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক প্রণয়নসহ ১৩ দফা দাবী রংপুরে জমিয়াতুল মোদার্রেছীন এর মানবন্ধন ও স্মারকলিপি পেশ

রংপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০২২, ২:০২ পিএম

মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা বজায় রাখার জন্য স্বতন্ত্র শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক প্রণয়নের দাবীসহ ১৩ দফা দাবী আদায়ের লক্ষ্যে সারাদেশের কর্মসূচী হিসেবে রংপুরে মানববন্ধন করেছে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন রংপুর মহানগর ও জেলা শাখা।
আজ সোমবার (১৪ নভেম্বর) সকাল ১১ টায় রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানবন্ধন শেষে রংপুর জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন রংপুর মহানগর ও জেলার বিভিন্ন মাদ্রাসা প্রধানগণ।
মাদরাসায় পাঠদানের জন্য শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত পাঠ্যপুস্তকে মুসলিম জনগোষ্ঠির ঈমান-আকীদা নষ্টকারী বিভিন্ন বিষয়ে তুলে ধরে এবং মুসলমানদের শিক্ষা-সংস্কৃতি সমুন্নত রেখে আধুনিক বিষয়সমূহ অন্তর্ভূক্তি ও মাদরাসা শিক্ষার বৈশিষ্ট উপযোগী পরিমার্জন সাপেক্ষে এবং সমন্বয়ের মাধ্যমে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক উন্নয়ন ও সংস্কারের বিষয়ে মানববন্ধনে ১৩ দফা দাবী তুলে ধরেন বক্তারা। দাবীসমূহ:- ১. মাদরাসা শিক্ষার জন্য এ সরকারের প্রণীত ও জাতীয় সংসদে গৃহীত জাতীয় শিক্ষা নীতি-২০১০ এ বর্ণিত মাদরাসা শিক্ষার স্বীকৃতি লক্ষ্য ও উদ্দেশ্য পূরণের উপযোগী স্বতন্ত্র শিক্ষাক্রম ও পাঠ্যসূচী এবং পাঠ্যবই, ঘঈঞই, মাদরাসা শিক্ষা বোর্ড ও জমিয়াতুল মোদার্রেছীনের বিজ্ঞ ও বিশেষজ্ঞ আলেমদের সমন্বয়ে প্রণয়ন করার বিকল্প নেই। অনতিবিলম্বে একটি সমন্বিত কমিটি গঠন করে এ কাজ শুরু করতে হবে। ২. দাবীকৃত শিক্ষাক্রম অনুযায়ী পাঠ্যবই প্রণয়নের পূর্বপর্যন্ত প্রচলিত পঠ্যপুস্তকসমূহ পাঠদান অব্যাহত রাখতে হবে। ৩. সাধারণ শিক্ষায় ঝঝঈ পরীক্ষা দশটি বিষয়ে ১০০০ নম্বরের অনুষ্ঠিত হবে। মাদরাসা শিক্ষার দাখিল পরীক্ষার জন্য মূল বিষয় ঠিক রেখে সমন্বয় সাধন করে ১০০০ নম্বর নির্ধারণ করতে হবে। ৪. বেসরকারি সকল স্তরের শিক্ষক-কর্মচারীগণের চাকুরী জাতীয়করণ করতে হবে। ৫. সংযুক্ত ইবতেদায়ী প্রধানসহ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের উপযুক্ত বেতন/ভাতা প্রদান করতে হবে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ন্যায় স্বতন্ত্র ও সংযুক্ত ইবতেদায়ী শিক্ষার্থীদেরকে উপবৃত্তি, টিফিনসহ সুযোগ সুবিধা প্রদান করতে হবে। ৬. মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত ২০১৮ সালে প্রণিত স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার নীতিমালা শতভাগ বাস্তবায়ন করতে হবে এবং স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা মঞ্জুরীর ১৪ বছরের অচলাবস্থার অবসান ঘটাতে হবে। ৭. মহিলা কোটা শিথিল ও সংশোধনপূর্বক যোগ্য ও মেধাবী শিক্ষক নিয়োগের ব্যবস্থা করতে হবে। ৮.আরবি প্রভাষকগণের উচ্চতর পদে আসীন হওয়ার ব্যবস্থা করতে হবে। ৯. অধ্যক্ষ/উপাধ্যক্ষ পদে নিয়োগের ক্ষেত্রে আরবি প্রভাষকদের জন্য পথ উন্মুক্ত করতে হবে। ১০. কামিল পাশ সহকারী মৌলভীদের উচ্চতর বেতন স্কেলের ব্যবস্থা করতে হবে। ১১. মাদরাসা শিক্ষকগণের জন্য বিভাগীয় পর্যায়ে প্রশিক্ষণ ইনিস্টিটিউট স্থাপন করতে হবে। ১২. মাদরাসার জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) স্কুল ও কলেজের নীতিমালা ২০২১ এর সাথে সমন্বয় করে মাদরাসার অনার্স স্তরের জন্য শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত করতে হবে। ১৩. প্রায় দুই হাজার শিক্ষকের ইনক্রিমেন্ট কর্তন করা হয়েছে যা অমানবিক। অনতি বিলম্বে বকেয়াসহ প্রাপ্য ইনক্রিমেন্ট প্রদানের ব্যবস্থা করতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন রংপুর জেলা শাখার সভাপতি আ.ন.ম. হাদীউজ্জামান, রংপুর মহানগর শাখার সভাপতি আলতাফ হোসাইন, রংপুর জেলা শাখার সম্পাদক নূরুল ইসলাম, মিঠাপুকুর ইমাদপুর কাজিল মাদ্রাসার অধ্যক্ষ মিজানুর রহমান, মুলাটোল কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুল ইসলাম, গংগাচড়া পাইকান কাজিল মাদ্রাসা অধ্যক্ষ বাকের আলী, পীরগাছা পবিত্র সাত কাজিল মাদ্রাসা অধ্যক্ষ আঃ জাহের, পীরগঞ্জ মাদারগঞ্জ কাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, কাউনিয়া তারার হাট পিয়ারিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আসমত আলী, বদরগঞ্জ আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল আলিম, তারাগঞ্জ কাজিল মাদ্রাসার অধ্যক্ষ আঃ সালাম, কদমতলী দাখিল মাদ্রাসার সুপার আঃ জলিল। অনুষ্ঠান পরিচালনা করেন মেকুরা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আল আমিন। এসময় রংপুর জেলার বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ, সুপার ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন