শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

রংপুর ফাউন্ড্রি লিমিটেডের (আরএফএল) ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

| প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

রংপুর ফাউন্ড্রি লিমিটেড (আরএফএল) ২০১৫-১৬ সালে তাদের শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ হারে নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বৃহস্পতিবার রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত কোম্পানীর ৩৬তম বার্ষিক সাধারণ সভায় এ ঘোষণা দেয়া হয়। সভায় উপস্থিত ছিলেন কোম্পানীর চেয়ারম্যান আহসান খান চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক রথীন্দ্র নাথ পাল, প্রধান অর্থ কর্মকর্তা আতিয়ুর রাসুল, পরিচালক (স্বতন্ত্র) এমএ মান্নান, পরিচালক (মার্কেটিং) চৌধুরী কামরুজ্জামান কামাল, কোম্পানী সচিব মোহাম্মদ আমিনুর রহমান। এছাড়া সভায় বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন। সভায় বিনিয়োগকারীগণ বিগত বছরগুলোতে কোম্পানীর উল্লেখযোগ্য অগ্রগতির জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং কোম্পানীর ব্যবসা পরিচালনায় উন্নয়নের জন্য কতিপয় মূল্যবান মতামত রাখেন। বিনিয়োগকারীগণ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতি তাদের পূর্ণ আস্থা ব্যক্ত করেন। -বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন