শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

দুর্বল হয়ে সরে যাচ্ছে নিম্নচাপ

তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১২.২ ডিগ্রি

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরো পশ্চিম, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে আজ একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। আবহাওয়া বিভাগ জানায়, এটি আরো পশ্চিম, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে সরে যাচ্ছে। চট্টগ্রামসহ সব সমুদ্র বন্দরকে সতর্ক সঙ্কেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। দুর্বল হতে থাকা লঘুচাপের একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এদিকে উত্তরাঞ্চল, দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় গত ২৪ ঘণ্টায় তাপমাত্রা হ্রাস পেয়েছে। ভোর রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশা পড়ছে অনেক জায়গায়। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল উত্তর জনপদের পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় ১২.২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.২ ডিগ্রি সে.।

২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে জানা গেছে, অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে।
পরবর্তী ৭২ ঘণ্টায় আবহাওয়ার কিছুটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া বিভাগ জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের একটি বর্ধিতাংশ ভারতের বিহার ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন