রাজশাহীতে বিএনপির সমাবেশের সময় যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে দল ও অঙ্গ সংগঠন সমূহের তৎপরতা। বিভাগজুড়ে চলছে সমাবেশে আসার প্রস্তুতি ও পরিকল্পনা। রাজশাহী অঞ্চল বিএনপির দূর্গ। তা আবার প্রমান করার সময় এসেছে। কোন জোট নয় এককভাবে বিএনপি বিশাল সমাবেশ করে দেখিয়ে দিতে চায় তাদের জনপ্রিয়তার কথা। বিএনপি নেতাকর্মীরা যত তৎপর হচ্ছে ততই পুলিশ গায়েবী মামলা দিয়ে বিভিন্ন থানায় মামলা গ্রেফতার শুরু করেছে। অবশ্য পুলিশ বলছে সুনির্দিষ্ট কারনে মামলা হচ্ছে ও আটক করা হচ্ছে। এরসাথে সমাবেশের কোন সম্পর্ক নেই। ইতোমধ্যে আটক করা হয়েছে রাজশাহিী বিএনপির পুঠিয়া-দূর্গাপুরের সাবেক এমপি এ্যাড: নাদিম মোস্তফাকে। রাজশাহীর সাত থানায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে নতুন করে মামলা করা হয়েছে। বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনু বলেন, মামলা গ্রেফতার করে ভীতি সঞ্চারের অপচেষ্টা করা হচ্ছে। বিএনপি নেতাকর্মী সমর্থক সব ভীতিকে জয় করে স্মরনকালের সর্ববৃহত সমাবেশ করে এর জবাব দেবে। কোন বাধাই জনস্রোত আটকাতে পারবেনা। রাজশাহীর বাগমারা, গোদাগাড়ি, মোহনপুর, পুঠিয়া, বাঘা, নাটোরের লালপুর, নওগা, জয়পুরহাট, সিরাজগঞ্জসহ বিভিন্ন স্থানে নাশকতার ষড়যন্ত্র, ককটেল বিস্ফোরন, উদ্ধারসহ নানা কথা বলে মামলা সাজানো হচ্ছে কিছু স্থানীয় নেতাকর্মীর নামসহ অজ্ঞাত বলে।
গণসমাবেশের সমন্বয়কারী ও রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, তিন ডিসেম্বর গণসমাবেশ ঘিরে পুলিশ এমন অপতৎপরতা শুরু করেছে।
মহিলাদল কর্মীরা রাজশাহীতে সোচ্চার তারা জনসভার প্রচারপত্র হাতে বিভিন্ন বাজারে বিতরন করছে। যুবদল ছাত্রদলের পক্ষ থেকে প্রচারনা চালানো হচ্ছে। রাজশাহী অঞ্চলের শহর থেকে গ্রাম পর্যন্ত প্রচারনা চলছে। রাজশাহী বিএনপির বিভিন্ন থানায় প্রচার প্রচারনা চালাচ্ছে জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদসহ স্থানীয় নেতাকর্মীরা। নগরীতে নগর আহবায়ক এ্যাড: এরশাদ আলী ঈশা নেতাকর্মীদের নিয়ে কর্মী মিটিং করছেন। এসব সভায় যোগ দিচ্ছে মিজানুর রহমান মিনু, সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, এ্যাড: শফিকুল হক মিলন, নজরুল হুদা, ওয়ালিউল হক রানা, আশরাফ জামান আবুসহ নেতাকর্মীরা।
সবকিছু পর্যবেক্ষন ও পরামর্শ দিচ্ছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহম্মুদ টুকু, সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শাহীন শওকত। তারা দলের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন পেশাজীবী সংগঠনের সঙ্গে মতবিনিময় করছেন। অন্যান্য স্থানের সমাবেশে খুটিনাটি বিষয়গুলো খতিয়ে দেখছেন পর্যালোচনা করছেন। অন্যান্য স্থানের মত বাধারদেয়াল পেরিয়ে আগেভাগে যারা আসছেন তাদের থাকা খাওয়ার বিষয়গুলো সমাবেশে নতুন মাত্রা যোগ করেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন