শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রাতের টাউনহল মাঠে বিএনপির অজস্র নেতাকর্মীর ভিড়

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০২২, ৮:২৯ এএম

কুমিল্লা টাউনহলের উত্তরপাশে চলছে বিএনপির গণসমাবেশের মঞ্চ নির্মাণের কাজ। বাঁশ ও লোহার রডের সমন্বয়ে কাঠের পাটাতনে তৈরী মঞ্চে শনিবার দুপুরে নেতাকর্মীদের উদ্দেশ্য বক্তব্য দিবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রিয় নেতারা।

বৃহস্পতিবার রাত দশটা থেকে শুরু হওয়া মঞ্চের কাজ রাত ১২টাতেও চলছে। আর মাঠে বিএনপি ও এর অঙ্গসংগঠনের অজস্র নেতাকর্মীর ভিড়। এসব নেতাকর্মীদের রাতের খাবার ও পরদিন দুপুরের খাবারের জন্য নগরীর রামঘাট এলাকায় জবাই করা হয়েছে দশটি গরু। বৃহস্পতিবার রাত থেকে সমাবেশস্থল কান্দিরপাড় এলাকায় নেতাকর্মীদের খাবারের আয়োজন করেছেন তারা।

মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবু বলেন, ১০ গরুর ব্যবস্থা হয়েছে। নেতাকর্মীরা অনেকে শহরে পৌঁছে গেছেন। তাদের ভূরিভোজের জন্যই এই আয়োজন। রাত থেকে খাবার দাবারের আয়োজন শুরু হয়েছে। কুমিল্লায় হবে স্মরণকালের সেরা সমাবেশ। এটার জন্য আমাদের প্রস্তুতি অনেক বেশি। কোন নেতাকর্মী যেন কষ্ট না পায় তার জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা থাকবে।

কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির আহবায়ক হাজী আমিনুর রশীদ ইয়াছিন বলেন, বৃহস্পতিবার রাত এবং শুক্রবার সকালেই নেতাকর্মী সবাই পৌছে যাবেন। চারদিকে আজ উৎসবের আমেজ। গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপির নেতাকর্মীরা আজ প্রতিজ্ঞাবদ্ধ।

এদিকে শনিবারের কুমিল্লা বিভাগীয় সমাবেশ ঘিরে নগরজুড়ে ব্যানার পোস্টারের ছড়াছড়ি। দলীয় নেতাকর্মীদের মনে উৎসবের আমেজ বিরাজ করছে। কুমিল্লার এই বিভাগীয় সমাবেশে যুক্ত হতে চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে দলে দলে নেতাকর্মীরা ছুটছেন কুমিল্লা অভিমুখে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন