শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ঘোড়াঘাটে গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা!

বিরামপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০২২, ৪:০০ পিএম

আজ মঙ্গলবার, চয়ন কণ্ঠ (১৭ )নামে এক কিশোরের ঝুলন্ত মরাদেহ উদ্ধার করে ঘোড়াঘাট থানা পুলিশ।

উপজেলার ৪নং ইউপির করঞ্জি গ্রামের সজল কন্ঠ পুত্র চয়ন কণ্ঠ অজ্ঞাত কারণে নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায় পরিবারের সদস্যরা। পরিবারের সদস্যরা জানন, গত ২ বছর পূর্বে তার মা মারা গেলে অন‍্য ছোট ২ ভাই নিয়ে সংসারের হাল ধরে সজল কণ্ঠ, পাশাপাশি সে পার্শ্ববর্তী কাম দিয়া নুরুল হক ডিগ্রী কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।
নিজে কলেজে যাওয়া, আবার কলেজ থেকে এসে ছোট দুটি ভাই ও বাবা জন্য খাবার রান্না করে খাওয়ানোর দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। তার বাবা মাসিক ১৮শ টাকা বেতনে স্থানীয় একটি কলেজের নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করে। সব মিলিয়ে অভাব অনটনে দিন কাটতো তার।
নিহতের বড় চাচা রতন কন্ঠ দৈনিক ইনকিলাব কে বলেন ‘মানষিক বিকারগ্রস্ত হয়ে সে আত্মহত্যা করেছে। অন্য কোন কারণ নেই। তার মা মারা যাওয়ার পর এই অল্প বয়সে পুরো সংসারের দায়িত্ব তার কাঁধে এসে পরে।
নিহত চয়ন কন্ঠের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ঘোড়াঘাট থানার (ওসি) আবু হাসান কবির,
তিনি বলেন, ‘পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই। তার বাবা থানায় একটি অপমৃত্যুর মামলা করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন