শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

গুপ্তধনের সিন্দুক নিয়ে তুলকালাম

| প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : পুরনো বাড়ির এক সিন্দুক নিয়ে গতকাল দুপুরে নগরীর প্রাণকেন্দ্র সাহেব বাজার এলাকা ছিল সরগরম। বেশ কদিন ধরেই এখানকার একটি পুরনো বাড়ি ভেঙ্গে ফেলা হচ্ছে। মেঝে ভাঙ্গার সময় একটি পুরানো লোহার সিন্দুকের অস্তিত্ব মেলে। সাথে সাথে খবর ছড়িয়ে পড়ে গুপ্তধন ভর্তি সিন্দুক পাওয়া গেছে। মুহূর্তের মধ্যেই বিষয়টি ছড়িয়ে পড়ে। আর তা দেখার জন্য মানুষও ছুটে আসতে থাকে। প্রচ- ভিড় জমে যায়। ভেতরে কি আছে এনিয়ে শুরু হয়ে যায় জল্পনা-কল্পনা। নানা রকম গুজব ছড়িয়ে পড়ে। রাস্তায় বাড়ে যানজট। পরিস্থিতি সামাল দিতে চলে আসে পুলিশ। চলে আসেন বাড়ির মালিক। তিনি জানান, বাড়িটি ছেড়ে অন্য জায়গায় চলে যাওয়ার সময় সিন্দুকটি তারা নিয়ে যেতে পারেননি। সে কারণে সেখানেই থেকে গেছে সেটা। তবে, ওই সিন্দুকের মধ্যে তেমন কিছু নেই। বেশ কিছুদিন আগেই তারা বাড়িটি ছেড়ে পাশের একটি বাড়িতে উঠেছিলেন।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ওটা কোনো গুপ্তধনের সিন্দুক ছিলো না। বাড়ির মালিক সেটি সেখানে রেখেছিলো। বাড়ির মালিক শাহানারা বেগম জানিয়েছেন যে, ওই সিন্দুকের মধ্যে পুরানো কিছু কাগজপত্র ছাড়া কিছুই নেই। অবশেষে সকলের সামনে সিন্দুকটি খুলে কিছু পুরানো কাগজ পাওয়া যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন