শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

চট্টগ্রামে শেখ হাসিনার জনসভা, পলোগ্রাউন্ডমুখী জনস্রোত

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০২২, ১২:১৪ পিএম | আপডেট : ১২:২০ পিএম, ৪ ডিসেম্বর, ২০২২

বর্ণিল টি-শার্ট, ক্যাপ পরে নেচে গেয়ে জনসভায় আসছেন আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা। দলের সংসদ সদস্য ও নেতারা নিজ নিজ এলাকা থেকে কর্মী-সমর্থকদের নিয়ে আসছেন পলোগ্রাউন্ডে। রোববার সকাল থেকে নেতাকর্মীদের ভিড়ে কানায় কানায় ভরে যেতে থাকে জনসভার মাঠ ঐতিহাসিক পলোগ্রাউন্ড। বেলা বাড়ার সাথে সাথে জনতার স্রোত নামে। দীর্ঘদিন পর আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে কেন্দ্র করে উৎসবের আমেজ শুরু হয়েছে। নেতারা হাজার হাজার নেতা-কর্মী নিয়ে সমাবেশ প্রাঙ্গণে এসেছেন। বিভিন্ন উপজেলা থেকে আসা নেতা-কর্মীরা নির্ধারিত রঙের টুপি ও গেঞ্জি পরে সমাবেশে হাজির হয়েছেন। নগরীর সিআরবি, পুরোনো রেলস্টেশন, টাইগারপাস দিয়ে মানুষ সমাবেশ প্রাঙ্গণে আসছেন। মিছিল করে, ব্যানার-ফেস্টুন নিয়ে, বাদ্য বাজিয়ে জনসভায় আসছেন অনেকে। একেক উপজেলার নেতা-কর্মীদের গায়ে একেক রঙের গেঞ্জি ও টুপি। চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে নেতা-কর্মীরা বাস, ট্রাক, জিপ, টেম্পো, মিনিবাসসহ বিভিন্ন গাড়িতে এসেছেন। মিছিল নিয়ে জনসভা প্রাঙ্গণে আসার আগে নেতা-কর্মী, সমর্থকেরা পুরোনো রেলস্টেশন, টাইগারপাস, জমিয়াতুল ফালাহ, সিআরবি এলাকায় জড়ো হন। এসব পয়েন্ট থেকে মিছিল যেতে থাকে পলোগ্রাউন্ডে। এতে মিছিলের নগরীতে রুপ নেয় চট্টগ্রাম নগরী। চট্টগ্রাম মহানগরীতে শেখ হাসিনার জনসভা হয়েছে প্রায় ১১ বছর আগে। তাই পলোগ্রাউন্ড মাঠে এবারের জনসভা ঘিরে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। বেলা আড়াইটায় জনসভা মঞ্চে আসবেন শেখ হাসিনা

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
hassan ৪ ডিসেম্বর, ২০২২, ১২:৩০ পিএম says : 0
আসলে আমরা দেশদ্রোহী মানবতা-বিরোধী আর সেজন্যই এইসব লোক সম্মেলনে যোগদান করে
Total Reply(0)
সাইফুল ইসলাম শিহাব ৪ ডিসেম্বর, ২০২২, ১২:৩২ পিএম says : 0
শেখ হাসিনার উন্নয়ন এদেশের মানুষ কোনদিন ভুলবে না
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন