বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

এবার ইউরোপে তেল বন্ধ করার হুমকি রাশিয়ার

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০২২, ১২:২২ পিএম

রুশ কর্মকর্তারা তেলের মূল্য বেঁধে দেওয়ার জেরে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ২০২৩ সালের শুরু থেকেই রুশ অপরিশোধিত তেল ছাড়াই চলতে হবে ইউরোপকে।

শনিবার এক টুইট বার্তায় ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ বলেছেন, নতুন বছর থেকে ইউরোপকে রাশিয়ার তেল ছাড়াই চলতে হতে পারে। তাদের উচিৎ সেভাবেই চিন্তাভাবনা করা।

রাশিয়া থেকে আমদানি করা অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ৬০ ডলারে বেঁধে দেওয়ার পশ্চিমা পদক্ষেপের পর এমন বার্তা দিলেন রাশিয়ার এই কর্মকর্তা। গত শুক্রবার এক বিবৃতিতে জি সেভেনভুক্ত সাতটি দেশ, ইউরোপীয় ইউনিয়ন এবং অস্ট্রেলিয়া জানায়, রাশিয়ার অপরিশোধিত সমুদ্রজাত জ্বালানি তেলের মূল্য ব্যারেলপ্রতি ৬০ ডলার নির্ধারণে সম্মত হয়েছে তারা।

এর প্রতিক্রিয়ায় শনিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ পশ্চিমাদের সমালোচনা করে বলেন, আমরা এই মূল্য গ্রহণ করব না। রাশিয়া দ্রুত বিষয়টি বিশ্লেষণ করবে এবং তার প্রতিক্রিয়া জানাবে। সূত্র: ‍সিবিএস নিউজ

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন