বুয়েনস আয়ার্সের ফেডারেল আদালত আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ ডি কির্চনারকে একটি হাই-প্রোফাইল দুর্নীতি মামলার অংশ হিসাবে দোষী সাব্যস্ত করেছে এবং তাকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছে।
মঙ্গলবার ইউটিউবে সরাসরি সম্প্রচারিত আদালতের অধিবেশন চলাকালীন, বিচারক রায় দিয়েছেন ‘ক্রিস্টিনা ফার্নান্দেজ ডি কির্চনারকে ছয় বছরের কারাদণ্ড এবং তাকে আজীবনের জন্য সরকারী পদে থাকার অযোগ্য ঘোষণা করার।’
আদালত ফার্নান্দেজ ডি কির্চনারকে দুর্নীতি এবং ‘অবৈধ মেলামেশার জন্য দোষী সাব্যস্ত করেছে।’ তবে তিনি কারাগার থেকে মুক্ত থাকবেন, যতক্ষণ না তার ভাইস-প্রেসিডেন্ট পদে থাকার রক্ষাকবচ বহাল থাকবে। এছাড়া আপিলের সব ধাপ পার হলেই এই রায় কার্যকর হবে।
আগস্টে, দেশটির প্রসিকিউটররা আদালতকে ২০০৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট থাকা ডি কির্চনারকে দুর্নীতির অভিযোগে ১২ বছরের কারাদণ্ডের সাজা দেয়ার অনুরোধ করেছিলেন। তবে কির্চনার তার বিরুদ্ধে সমস্ত অভিযোগকে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত নিপীড়ন বলে উড়িয়ে দিয়েছেন। সূত্র: তাস।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন