শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত মানদৌস, ভারতে রেড অ্যালার্ট জারি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০২২, ৩:২৫ পিএম

তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মানদৌস। বুধবারই শক্তি বহুগুণ বাড়িয়েছিল বঙ্গোপসাগরে তৈরি হওয়া নি¤œচাপ বলয়। বৃহস্পতিবার সেটি আরও ক্ষমতা বাড়িয়ে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ভারতের পুদুচেরি ও তামিলনাড়ুতে জারি করা হয়েছে রেড অ্যালার্ট।

ভারতের আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশটির দক্ষিণ অংশে বজ্রসহ বৃষ্টিপাত হবে। এখন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে মানদৌস। এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। উপক‚লের কাছাকাছি এটি শক্তি হারিয়ে ফের সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হবে।
শুক্রবার মাঝরাতে অথবা শনিবার সকালে এটি পুদুচেরি ও তামিলনাড়ুর শ্রীহরিকোটার মাঝামাঝি মহাবলীপুরমের উপক‚লে আছড়ে পড়তে পারে। সেই সময় এর গতিবেগ থাকবে ঘন্টায় সর্বোচ্চ ৮৫ কিলোমিটার।

এই ঘূর্ণিঝড়ের প্রভাব তামিলনাড়ুতে সবচেয়ে বেশি। কিছুটা পুদুচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপক‚ল এলাকায়। ইতিমধ্যেই ঝোড়ো হাওয়া, ভারী বৃষ্টি শুরু হয়েছে এই তিন রাজ্যের উপক‚লে। তামিলনাড়ুর বেশ কিছু উপক‚লের জেলাগুলোতে লাল সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সূত্র: এনডিটিভি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন