মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

৬৯ দিন বিরতির পর আজ থেকে মাঠে জাতীয় লীগ

| প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা :  আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ যখন গড়িয়েছে মাঠে, তখন মাঠে গড়িয়েছিল প্রথম শেণির ক্রিকেট আসর জাতীয় ক্রিকেট লীগ। বৃস্টি বাধায় ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া জাতীয় লীগ থমকে গেছে ৩য় রাউন্ড শেষে। গত ১১ অক্টোবরে থমকে যাওয়া জাতীয় লীগ পেয়েছে লম্বা বিরতি। বৈরি আবহাওয়ার পর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ এবং বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)  নিরবিচ্ছিন্নভাবে জাতীয় লীগ আয়োজন করেছে বাধাগ্রস্ত। তারকাদের বাইরে রেখে শুরু হয়েছিল আসরটি, আবার তারকাদের বাইরে রেখেই দ্বি-স্তর বিশিস্ট আসর গড়াচ্ছে পুনরায় মাঠে। ২ ধাপের আসরে প্রথম ৩ রাউন্ডে মোট ১২টি ম্যাচের মধ্যে ৩টি মাত্র জয়-পরাজয়ে হয়েছে নিষ্পত্তি। ৩ রাউন্ড শেষে প্রথম স্তরে পয়েন্ট তালিকায় শীর্ষে অবস্থান করছে বরিশাল বিভাগ ( ২৩ পয়েন্ট), দ্বিতীয় স্তরে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রাজশাহী বিভাগ। ৩ ফিফটিতে ৩১৯ রান নিয়ে রান সংগ্রহে সবার উপরে এখন চট্টগ্রাম বিভাগের ইয়াসির আলী। সিলেটের শাহানুর রহমান ১৬ উইকেট নিয়ে আছেন উইকেট শিকারের শীর্ষে।
আজ থেকে অনুষ্ঠেয় জাতীয় লীগে প্রথম স্তরে ঢাকা মেট্রো-ঢাকা বিভাগ মুখোমুখি হচ্ছে ফতুল্লায়। এই স্তরে খুলনা-বরিশালের ম্যাচটি হবে বিকেএসপিতে। একই দিন থেকে দ্বিতীয় স্তরে রাজশাহী-সিলেট খেলবে বগুড়ায়,রংপুর-চট্টগ্রামের ম্যাচটি হবে সিলেট বিভাগীয় স্টেডিয়ামে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন