নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এখনো তালাবদ্ধ রয়েছে। তবে ৪ দিন বন্ধ রাখার পর সকাল থেকে খুলে দেয়া হয়েছে নয়াপল্টন সড়ক। এদিকে সকাল থেকে বিএনপি নেতাকর্মীরা নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন।
গত ৭ ডিসেম্বর পুলিশ-বিএনপি সংঘর্ষের পর দলীয় কার্যালয়ে তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকে আব্দুস সালাম, রুহুল কবির রিজভীসহ তিন শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। তল্লাশির সময় বিএনপি কার্যালয় তছনছ করে দেয়া হয়েছে বলে অভিযোগ করেছে দলটি।
এদিকে ৪দিন পরও এখনো তালাবদ্ধ রয়েছে বিএনপি দলীয় কার্যালয়। বেলা ১১টায় সরেজমিনে গিয়ে দেখা যায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের প্রবেশ পথের কেচিগেটটিতে এখনো তালা ঝুলছে।
তবে কার্যালয়ের সামনে শতাধিক নেতাকর্মী অবস্থান নিয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন