শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

বিএনপি এমপিদের পদত্যাগপত্র জমা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেছেন বিএনপির সাত সংসদ সদস্যের সবাই। গত শনিবার গোলাপবাগ মাঠে বিএনপির গণসমাবেশে ঘোষণার পর গতকাল রোববার আনুষ্ঠানিকভাবে তারা জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে জমা দিয়েছেন। বিএনপির সাত এমপি হলেন- উকিল আব্দুস সাত্তার (ব্রাহ্মণবাড়িয়া-২), হারুনর রশীদ (চাঁপাইনবাবগঞ্জ-৩), জি এম সিরাজ (বগুড়া-৭), আমিনুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-২), জাহিদুর রহমান (ঠাকুরগাঁও-৩), মোশাররফ হোসেন (বগুড়া-৪) ও রুমিন ফারহানা (সংরক্ষিত নারী আসন)। এদের মধ্যে হারুন বিদেশে রয়েছেন। তিনি পদত্যাগপত্র স্বাক্ষর করে পাঠিয়েছেন বলে জানানো হয়। অন্যরা পদত্যাগপত্র জমা দিয়েছেন।

স্পিকারের কাছে পদত্যাগ পত্র জমা দিয়ে ঘণ্টাব্যাপী আলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির পদত্যাগ করা সংসদ সদস্যরা। গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, আমরা ৫ জন পদত্যাগপত্র জমা দিয়েছি। বাকি দুইজন পরে এসে জমা দেবেন। আমরা যে পাঁচজন পদত্যাগপত্র জমা দিয়েছি এই মুহূর্ত থেকে তাদের পদত্যাগপত্র গ্রহণ হয়ে গেল। আমরা এখন থেকে আর সংসদ সদস্য নই। স্পিকার গ্রহণ করেছেন। বাদ বাকি পদক্ষেপ উনি জাতিকে, গণমাধ্যমকে জানিয়ে দেবেন। দলের কৌশলগত সিদ্ধান্তে বিএনপি সংসদে এসেছিল বলে মন্তব্য করেন সদ্য সাবেক এই এমপি।

স্পিকারের ‘ব্যক্তিত্বের’ প্রশংসা করে তিনি বলেন, স্পিকারের ভদ্রতা, শিক্ষা, শালীনতাৃ এই রকম একজন মানুষের কাছে পদত্যাগপত্র দিতে পেরেছি। আমাদের ভালোই লাগলো। আমরা চা-কফি খেলাম, আপেল, কাজু বাদাম ও সন্দেশ খেয়েছি। গল্পগুজব করলাম।

স্পিকার পদত্যাগ না করতে অনুরোধ করেছিলেন কি না- এমন প্রশ্নের উত্তরে সিরাজ বলেন, আমরা সম্মানের সঙ্গে অনেক হাসিমুখে গল্পস্বল্প করে পদত্যাগপত্র জমা দিয়েছি। স্পিকার ওইরকম কোনো অনুরোধ করেননি জানিয়ে রুমিন ফারহানা বলেন, সৌহার্দ্যপূর্ণভাবে আলোচনা হয়েছে, ব্যক্তিগত আলাপ করেছি। সাড়ে তিন বছর একসঙ্গে কাজ করেছি। সেখানে স্পিকারও তার স্মৃতিচারণ করেছেন। দলীয় সিদ্ধান্তের বাইরে আমাদের কারও যাবার প্রয়োজন নেই। তাই স্পিকার অনুরোধ করেননি।

মো. মোশরফ হোসেন বলেন, আমরা যা কিছু করলাম, বা করেছি সবই দলের সিদ্ধান্ত। আমরা লাখ লাখ মানুষের সামনে আনন্দ ও গর্বের সঙ্গে পদত্যাগের ঘোষণা দিয়েছি। একদিন আগেও কেউ ক্ষমতা ছাড়তে চায় না। আমরা এক বছর একমাস আগে ছেড়ে দিয়েছি স্বইচ্ছায় ও চিত্তে।
স্পিকার শিরীন শারমিন চৌধুরী সাংবাদিকদের জানান, বিএনপির সাতজন সংসদ সদস্যের পদত্যাগপত্র তিনি হাতে পেয়েছেন। এরমধ্যে পাঁচজন পদত্যাগপত্র জমা দিতে নিজেরাই এসেছিলেন। বাকি দুজনের একজন অসুস্থ, আরেকজন বিদেশে থাকার কারণে সশরীরে উপস্থিত হতে পারেননি।

সংবিধানের সংশ্লিষ্ট ধারা উল্লেখ করে স্পিকার বলেন, পদত্যাগপত্র সশরীরে এসে জমা দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। যে পাঁচজন পদত্যাগপত্র নিয়ে এসেছেন তাদের আসন শূন্য হয়ে গেছে। বাকি আবেদনের সই যাচাই করা হবে এবং তারাই পদত্যাগপত্র পাঠিয়েছেন কিনা। সংসদ সচিবালয় তা খোঁজ নেবে। তবে হারুনুর রশীদ পদত্যাগপত্র পাঠিয়েছেন ইমেইলে, তার সই স্ক্যান করে বসানো হয়েছে। এটা গ্রহণ করা হবে না। তাকে আবার ‘স্ব স্বাক্ষরযুক্ত’ আবেদন জমা দিতে হবে।

বিএনপির পদত্যাগী সংসদ সদস্যদের আসন ‘শূন্য’ ঘোষণা করে সংসদ সচিবালয়েয়ের গেজেট হাতে পেলেই নির্বাচন কমিশন (ইসি) উপ-নির্বাচনের ব্যবস্থা নেবে বলে জানিয়েছে ইসি। নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, যে দিন পদত্যাগের গেজেট নোটিফিকেশন হবে, তার পরের ৯০ দিনের মধ্যে ওই সব আসনে উপ-নির্বাচন হবে।

সংবিধানের ৬৭(২) বলা হয়েছে, “কোনো সংসদ-সদস্য স্পিকারের নিকট স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করতে পারবেন, এবং স্পীকার- কিংবা স্পিকারের পদ শূন্য থাকলে বা অন্য কোনো কারণে স্পিকার স্বীয় দায়িত্ব পালনে অসমর্থ হলে ডেপুটি স্পিকার- যখন উক্ত পত্র প্রাপ্ত হন, তখন হইতে উক্ত সদস্যের আসন শূন্য হবে।“ জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধিতেও সংসদ সদস্যদের পদত্যাগের বিষয়টি উল্লেখ রয়েছে।

কার্যপ্রণালী বিধির ১৭৭ (১) বিধিতে বলা হয়েছে, “সংসদের আসন হতে পদত্যাগ করিতে ইচ্ছুক কোনো সদস্য এই মর্মে স্পিকারকে সম্বোধন করে স্বহস্তে লিখিতভাবে জ্ঞাপন করিবেন যে, তিনি তাহার আসন হইতে পদত্যাগ করিতে ইচ্ছুক, এবং তিনি পদত্যাগের জন্য কোনো কারণ দর্শাবেন না; তবে শর্ত থাকে যে, কোনো সদস্য যদি কোনো কারণ জ্ঞাপন করেন, অথবা অপ্রাসঙ্গিক কোনো বিষয়ের অবতারণা করেন, তা হলে স্পিকার স্বীয় বিবেচনামতে অনুরূপ শব্দ বা বাক্যাংশকে বাদ দিতে পারবেন এবং উহা সংসদে পাঠ করে শোনানো হবে না। সংবিধানের ১৭৮ (৪) অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সদস্যের আসন শূন্য হলে সংসদ সচিবালয়ের সচিব তা গেজেট আকারে প্রকাশ করে নির্বাচন কমিশনকে অবহিত করেন, যাতে ইসি শূন্য পদটি পূরণের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারে। ###

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন