রাঙামাটির কাপ্তাই উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় অধিদপ্তরের উদ্যোগে ৩দিনব্যাপী প্রশিক্ষক উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে পল্লী উন্নয়ন প্রশিক্ষণ কার্যালয়ে ‘দারিদ্র্য বিমোচনের জন্য পুষ্টি সমৃদ্ধ শস্য উৎপাদন ও সংরক্ষণ’ বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়। কাপ্তাই উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবদুল্লা আল বাকেরের সভাপতিত্বে প্রশিক্ষণ উদ্বোধন করে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হাসান, তথ্য সেবা কর্মকর্তা তাহমিনা সুলতানা, মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী কাপ্তাই প্রেসক্লাব সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত। প্রশিক্ষণে ৪০ জন উপকারভোগী অংশগ্রহণ করে। এসময় উপকারভোগিদের মাঝে ভুট্টাসহ বিভিন্ন বীজ প্রদান করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন