বিনোদন ডেস্ক : বিজয় দিবসে প্রায় প্রত্যেকের ফেসবুক প্রোফাইল ছবিতে ‘এ প্রাণ আমার বাংলাদেশ’ ফ্রেমটি ব্যবহার করা হয়। বিশেষ দিবসে এ ধরনের ফ্রেম ফেসবুক ব্যবহারকারীরা ব্যবহার করে থাকেন। তবে এবার যে ফ্রেমটি ব্যবহার করা হয়েছে, তা সঙ্গীতশিল্পী সুস্মিতা আনিসের গাওয়া ‘এ প্রাণ আমার বাংলাদেশ’ শিরোনামের দেশাত্মবোধক গানের। বিজয় দিবস উপলক্ষে গাংচিল মিউজিকের ব্যানারে আধুনিক সঙ্গীত শিল্পী সুস্মিতা আনিসের দেশাত্মবোধক এ গানটি প্রকাশিত হয়। প্রচারের পর এটি ব্যাপক জনপ্রিয়তা পায়। তারই ডিজিটাল প্রচারের একটা অংশ ছিল এই প্রোফাইল ফ্রেম। এ বিষয়ে সুস্মিতা আনিস জানান, ফেসবুকের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ২৫ লাখেরও বেশি ফেসবুক ব্যবহারকারী তাদের প্রোফাইলে ‘এ প্রাণ আমার বাংলাদেশ’ ফ্রেমটি ব্যবহার করেন। এর ফলে এবারের বিজয় দিবসে ইউটিউবে বের হওয়া সব গানগুলোর মাঝে এগিয়ে আছে ‘এ প্রাণ আমার বাংলাদেশ’ গানটি। গানটি লেখক মুনিরুজ্জামান মুনির, সুরকার শেখ সাদী খান এবং সঙ্গীতায়োজনে বিখ্যাত সঙ্গীত শিল্পী ও পরিচালক অনুপম রায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন