শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

৩০ ডিসেম্বর রাজধানীতে মিছিল করবে এলডিপি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০২২, ৫:০৩ পিএম

যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিএনপির সঙ্গে রাজপথে থাকবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি(এলডিপি)। আগামী ৩০ ডিসেম্বর বিকাল ৩টায় রাজধানীর পূর্বপান্থপথস্থ এলডিপি কার্যালয়ের সামনে থেকে মিছিল করবে দলটি। মিছিল মালিবাগ মোড়ে গিয়ে শেষ হবে। শনিবার বিকালে এক বিবৃতিতে এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম এ কথা জানান।

এদিকে, বিএনপি ঘোষিত ১০ দফার প্রতি পূর্ণ সমর্থন দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। সেইসঙ্গে শেখ হাসিনা সরকারের পতনের লক্ষ্যে বিএনপি যেসব কর্মসূচি দেবে তাতে এলডিপির পূর্ণ সমর্থন থাকবে।

এ ছাড়া বিএনপি ঘোষিত ১০ দফার আলোকে এই অবৈধ সরকার পতনের যুগপৎ আন্দোলনে রাজপথে থাকবে এলডিপির সব নেতাকর্মী।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন