চীনসহ ছয় দেশ থেকে কোনো যাত্রী ভারতে প্রবেশ করতে চাইলে আগামীকাল রোববার থেকে তাদের করোনার নেগেটিভ সনদ লাগবে। চীন ও অন্যান্য কয়েকটি দেশে করোনার সংক্রমণ বাড়ার মধ্যে এমন সিদ্ধান্তের কথা জানাল ভারত। খবর এনডিটিভির।
অন্য পাঁচটি দেশ হলো- হংকং, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ড। এসব দেশের যাত্রীদের দেশত্যাগের আগে করোনার নেগেটিভ সনদ ভারতের এয়ার সুবিধা পোর্টালে আপলোড করতে হবে।
এক টুইটবার্তায় ভারতীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্দাভিয়া বলেন, ‘২০২৩ সালের ১ জানুয়ারি থেকে চীন, হংকং, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ড থেকে আসা যাত্রীদের করোনার আরটি-পিসিআর পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। ভ্রমণের আগে তাদের তাদের করোনা পরীক্ষার (নেগেটিভ) সনদ এয়ার সুবিধা পোর্টালে আপলোড করতে হবে।’
করোনার সংক্রমণ নিয়ে আগেই সতর্কতা জারি করেছে ভারত সরকার। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। এ ছাড়া শনিবার থেকে প্রত্যেক আন্তর্জাতিক ফ্লাইটে করে আসা যাত্রীদের মধ্য থেকে দুই শতাংশ যাত্রীর করোনা পরীক্ষা বাধ্যতামূলক করেছে সরকার।
মন্তব্য করুন