রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

সরকার কেনোদিন ভোটাধিকার ফিরিয়ে দেবে না

আলোচনা সভায় ড. মোশাররফ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ক্ষমতাসীন সরকারের সমালোচনা করে বলেছেন, এই সরকার কোনোদিন জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিবে না। এই সরকারের টাকা পাচার, লুটপাট ও দুর্নীতি নজিরবিহীন। এরা কোনোদিনই দেশের অর্থনীতি মেরামত করতে পারবে না। তারা বিচার ব্যবস্থা ধ্বংস করেছে। তারা বিচার বিভাগকেও স্বাধীন করতে পারবে না। সুতরাং এই সরকারে বিদায় ছাড়া কোনো বিকল্প নেই। সেজন্য জনগণের মতামত নিয়েই আমরা ১০ দফা কর্মসূচি প্রণয়ন করেছি। গতকাল সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবন মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর বিএনপির এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি ঘোষিত আন্দোলনের ১০ দফা ও রাষ্ট্র কাঠামো মেরামতের ২৭ দফা রূপরেখা নিয়ে ব্যাখ্যা ও বিশ্লেষণ শীর্ষক এ আলোচনা সভা হয়। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. আমিনুল হকের পরিচালনায় সভায় বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, ঢাকা উত্তর বিএনপির আনোয়ারুজ্জামান আনোয়ারসহ ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন থানা এবং ওয়ার্ডের নেতাকর্মীরা।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘এই সরকারের হাত থেকে দেশ ও জনগণকে রক্ষার জন্য একটি সত্যিকারের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে দশ দফা ঘোষণা করেছি। ১০ দফার ভিত্তিতে আমাদের প্রথমে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে। এই সরকারের হাত থেকে জনগণকে রক্ষা করতে হবে। হামলা-মামলা ও গ্রেপ্তার করেও কিন্তু সরকার আমাদের গণসমাবেশ ঠেকাতে পারেনি। গত ২০১৪ ও ২০১৮ সালে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হয়নি। বর্তমান সরকার গায়ের জোরে ক্ষমতায় রয়েছে। ইতোমধ্যে জাপানের রাষ্ট্রদূত বলেছে যে, দিনের ভোট রাতেই ডাকাতি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সরকার কখনোই পদত্যাগ করবে না। তাদের আন্দোলনের মাধ্যমে পদত্যাগে বাধ্য করতে হবে। সেই ইতিহাস আমাদের আছে। অতীতে স্বৈরাচার আইয়ুব, এইচএম এরশাদকেও জনগণ ক্ষমতা থেকে হটিয়েছে। সুতরাং আপনারা প্রস্তুত থাকুন।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন