রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

আপ-বিজেপির তাণ্ডবে ভেস্তে গেল দিল্লি পৌরসভার মেয়র নির্বাচন

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০২৩, ১০:৫০ এএম

ভারতের দিল্লি পৌরসভা ভবনের ভেতরে আম আদমি পার্টি (আপ) ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর পর দিল্লি পৌর মেয়র নির্বাচন পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। খবর এনডিটিভির।

দিল্লি পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের আজ প্রথম সভা ছিল। সভায় দু’দলের কাউন্সিলররা একে-অন্যের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এ সময় তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নামে স্লোগান দেন। সংঘর্ষের পর তাড়াহুড়ো করে সভা সমাপ্ত করা হয়।
এনডিটিভির খবরে বলা হয়, অস্থায়ী স্পিকার হিসেবে সত্য শর্মাকে নিয়োগ দেন লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা। সত্য শর্মা একজন মনোনীত প্রতিনিধিকে শপথ পড়াতে গেলে আপের কাউন্সিলরা এর প্রতিবাদ করেন। তাদের দাবি, মনোনীত প্রতিনিধিদের আগে নির্বাচিত কাউন্সিলরদের শপথ পড়ানোর দাবি জানান তারা। এরপরই এ সংঘর্ষের সূত্রপাত হয়।

এর আগে দিল্লি সরকারের সঙ্গে পরামর্শ ছাড়া লেফটেন্যান্ট গভর্নর পৌরসভার ১০ নগরপাল নিয়োগ দিলে প্রতিবাদ জানায় আপ।
দিল্লি পৌর নির্বাচনে মেয়র পদে অরবিন্দ কেজরিওয়ালের দল আপের প্রার্থী শেলি ওবেরয় এবং বিজেপির প্রার্থী রেখা গুপ্তা। তবে এ নির্বাচনে কংগ্রেস অংশ নেয়নি। এর আগে গত বছর পৌর নির্বাচনের ২৫০ ওয়ার্ডের মধ্যে ১৩৪টিতে জয়লাভ করে আপ। এ ছাড়া ১০৪ আসনে জয়ে নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন