বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বোমা আতঙ্কে ১৩৬ যাত্রী নিয়ে জরুরি অবতরণ জাপানি বিমানের

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২৩, ১০:৪৫ এএম

বোমা আতঙ্কে ১৩৬ যাত্রী নিয়ে জরুরি অবতরণ করেছে জাপানের একটি ফ্লাইট। স্থানীয় সময় শনিবার সকাল ৬টা ২০ মিনিটে জাপান কোম্পানি পরিচালিত জেটস্টার অভ্যন্তরীণ ফ্লাইটটি জরুরি অবতরণ করে বলে নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশের সূত্রের বরাতে এনএইচকে জানিয়েছে, সকালে টোকিরও নারিতা বিমানবন্দরে জার্মানির একজন ব্যক্তির কাছ থেকে একটি কল আসে। ইংরেজিতে বলেন, ওই ফ্লাইটে বোমা রেখেছেন তিনি।
ফুকাকার দক্ষিণপশ্চিমাঞ্চলীয় শহর নারিতা থেকে ছেড়ে যাওয়া বিমানটিকে জরুরিভিত্তিতে চুহুবু বিমানবন্দরের দিকে ঘুরি দেওয়া হয়। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এ কথা জানান চুহুবু বিমানবন্দরের একজন মুখপাত্র।
পরে ওই ফ্লাইটে থাকা ৬ ক্রু এবং ১৩৬ জন যাত্রীকে দ্রুত উদ্ধার করা হয়। এ ঘটনায় ৫ যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। এয়ারবাস ‘এ৩২০’ পরিচালনা করে আসছিল জেটস্টার। যদিও ফ্লাইটে তল্লাশি করে কোনও বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়নি। এ ঘটনায় বিস্তর তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন