বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় এবং এক্সিম ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ৩৩তম জাতীয় পুরুষ হ্যান্ডবল হ্যান্ডবল প্রতিযোগিতায় তৃতীয় হয়েছে বাংলাদেশ পুলিশ। রোববার বিকালে শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে টুর্নামেন্টের স্থান নির্ধারণী ম্যাচে পুলিশ ৩২-২৯ গোলে ঢাকা জেলা ক্রীড়া সংস্থাকে হারিয়ে তৃতীয় হয়। পুলিশের পক্ষে মুন্সী ওমর ফারুক সর্বোচ্চ ৯টি গোল করেন।
মঙ্গলবার টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এদিন বিকালে একই ভেন্যুতে শিরোপার জন্য লড়বে বাংলাদেশ আনসার ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ফাইনাল শেষে বিজয়ী এবং বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, এমপি। এসময় বিশেষ অতিথি থাকবেন এক্সিম ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোহাম্মদ ফিরোজ হোসেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন