শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

কিউট হ্যান্ডবল লিগে জিতেছে ভিক্টোরিয়া

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:০১ পিএম

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং মৌসূমী ইন্ডা¯িট্রজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় কিউট প্রথম বিভাগ হ্যান্ডবল লিগে জিতেছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। বৃহস্পতিবার দুপুরে শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে দিনের একমাত্র খেলায় ভিক্টোরিয়া ৩৬-২৫ গোলে হারায় স্টার স্পোর্টসকে। শুক্রবার একই ভেন্যুতে লিগের দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে মনসুর স্পোর্টিং ক্লাব ও পূর্বাচল পরিষদ। বেলা ৩টায় দিনের দ্বিতীয় ম্যাচে ওল্ড আইডিয়ালসের প্রতিপক্ষ ভিক্টোরিয়া। এই ম্যাচের পরই বিকালে লিগের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিগের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করবেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন