রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

কিউট প্রথম বিভাগ হ্যান্ডবল রোববার শুরু

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২৩, ৮:৫৯ পিএম

তিন বছর পর ফের মাঠে গড়াচ্ছে কিউট প্রথম বিভাগ হ্যান্ডবল লিগ। সর্বশেষ ২০১৯ সালে অনুষ্ঠিত হলেও আগামী রোববার থেকে ছয় দলের অংশগ্রহণে শুরু হচ্ছে এই লিগের খেলা। এদিন শহীদ ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিগের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল। ছয় দিনব্যাপী লিগে অংশগ্রহণকারী দলগুলো হলো- ওল্ড আইডিয়াল, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, স্টার স্পোর্টস, মনসুর স্পোর্টিং ক্লাব, পূর্বাচল পরিষদ ও সতীর্থ ক্লাব। গতকাল দুপুরে জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর। এসময় উপস্থিত ছিলেন লিগ কমিটির চেয়ারম্যান মো. মজিবুল হক ও সম্পাদক এস,এম খালেকুজ্জামান স্বপন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন