শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

পরিচালকের সঙ্গে ছবি দিয়ে নতুন সিনেমার ঘোষণা পরীমনির

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০২৩, ৯:৫২ এএম

কয়েকদিন পরেই মুক্তি পেতে যাচ্ছে রায়হান জুয়েল পরিচালিত পরীমনি অভিনীত সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। তা নিয়ে প্রায় প্রতিদিনই প্রচারণায় ব্যস্ত তারা। এরই মাঝে এই পরিচালক ও অভিনেত্রী জুটি ‘চলো বদলে যাই’ শিরোনামে নতুন একটি সিনেমার ঘোষণা দিলেন। রবিবার (৮ জানুয়ারি) রাতে ফেসবুকে পরিচালকের সঙ্গে একটি ছবি পোস্ট করে দিকে নতুন এই সিনেমার নাম ঘোষণা করেন পরীমনি।

স্ট্যাটাসে পরীমনি লিখেছেন, ‘চলো বদলে যাই’। এবং ইংরেজিতে লিখেছেন ‘আওয়ার নেক্সট’। স্ট্যাটাসের সঙ্গে তিনি একটি ইমোজিও ব্যবহার করেছেন। দেখে বোঝা যাচ্ছে তিনি নতুন কোন সিনেমায় কাজ করতে যাচ্ছেন।

এদিকে এই সিনেমার বিষয়টি পরিচালক রায়হান জুয়েলও নিশ্চিত করেছেন। নতুন সিনেমায় পরীমনির সঙ্গে কবে চুক্তিবদ্ধ হলেন জানতে চাইলে তিনি বলেন, ‘আনুষ্ঠানিক চুক্তিবদ্ধ যেটা বলে সেটা এখনও হয়নি। আমি এই সিনেমার গল্পটা ভাবার সময় পরীমনিকেই ভেবে রেখেছিলাম। তাকে গল্পটা শুনানোর পর তারও খুব পছন্দ হয়েছে, গল্পটা নিয়ে সে বেশ এক্সসাইটেড। গল্প শোনেই পরীমনি বলল- চলেন সিনেমার নাম ঘোষণা দিয়ে দেই।’

সিনেমাটির গল্প নিয়ে জানতে চাইলে এই নির্মাতা বলেন, ‘গল্পটি নিয়ে আরও কাজ করার বাকি আছে। পরীমনি গল্পটা শুনে সেও কিছু বিষয় আলোচনা করেছে। আমরা এখনও গল্পটার ফাইনাল লাইনআপ করছি। তবে এটুকু বলা যায় এটি থ্রিল, রোমাঞ্চ ও অ্যাকশনধর্মী একটি কমার্শিয়াল সিনেমা হবে।’

আর কে কে থাকছেন এই সিনেমায় তা এখনও ফাইনাল করা হয়নি বলেও জানান পরিচালক। তিনি বলেন, ‘এটি নিয়ে আমাদের আরও কিছু কাজ বাকি আছে, আশা করছি ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে আমরা সব ঘোষণা দিব।’

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন