শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

চট্টগ্রামে বিএনপির গণঅবস্থান আজ মাঠে থাকবে আওয়ামী লীগও

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেল ও বিদ্যুৎ সঙ্কটের প্রতিবাদে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে চট্টগ্রামে বিএনপির বিভাগীয় গণঅবস্থান কর্মসূচি আজ। নগরীর সিআরবি চত্বরে বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ কর্মসূচি চলবে। গণঅবস্থান কর্মসূচি সফল করতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গণঅবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এছাড়াও দলের ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন, আবদুল আউয়াল মিন্টু, মো. শাহজাহানসহ কেন্দ্রীয় ও চট্টগ্রাম বিভাগের নেতারা বক্তব্য রাখবেন।

এদিকে বিএনপির কর্মসূচিকে ঘিরে কথিত অরাজকতা সৃষ্টির বিরুদ্ধে প্রতিবাদী অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সকাল সাড়ে ১১টায় নগরীর দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয় সম্মুখ চত্বরে এ কর্মসূচি পালন করা হবে। মহানগর আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই সময়ে নগরীর অলংকার মোড়, বড়পোল বঙ্গবন্ধুর ভাস্কর্য চত্বর, ইপিজেড মোড়, কাটগড়, ওয়াসা চত্বর, বহদ্দারহাট, মোহরাস্থ বাহির সিগন্যাল, কর্ণফুলী সেতু চত্বর, আগ্রাবাদ-বাদামতল মোড়, আন্দরকিল্লা মোড়ে অবস্থান কর্মসূচি পালিত হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন