মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কুমিল্লায় গণঅবস্থান কর্মসূচিতে মানুষের ঢল

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২৩, ১:৩০ পিএম

বিএনপির গণ-অবস্থান কর্মসূচিতে যোগ দিতে হাজার হাজার নেতাকর্মী কুমিল্লার ঐতিহাসিক টাউন হল মাঠে জড়ো হয়েছেন। ব্যানার ফেস্টুন হাতে আর স্লোগানে মুখরিত কুমিল্লা টাউন হল মাঠ।

বিএনপি আজ বুধবার ঢাকাসহ ১০টি বিভাগীয় শহরে (সাংগঠনিক বিভাগ) গণ-অবস্থান কর্মসূচি দিয়েছে। সকাল সাড়ে ১১টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সাংগঠনিক বিভাগ কুমিল্লায় কর্মসূচি শুরু হয়েছে। টাউন হল মাঠের পূর্ব-উত্তর কোণে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মঞ্চে কেন্দ্রীয় জেলা নেতৃবৃন্দ আসন গ্রহণ করেছেন। আর মাঠ জুড়ে চেয়ার বসার পাশাপাশি দাঁড়িয় অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন হাজার হাজার নেতাকর্মী।

বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত করা, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনসহ ১০ দফা দাবিতে বিএনপির নেতৃত্বে বিভিন্ন দল ও জোট গত ডিসেম্বর থেকে যুগপৎ আন্দোলন শুরু করেছে। আজকের গণ-অবস্থান তাদের দ্বিতীয় যুগপৎ কর্মসূচি।

গণ-অবস্থান কর্মসূচি ঘিরে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। সড়কের মোড়ে মোড়ে পুলিশ সদস্যরা দাঁড়িয়ে আছেন।


গণ অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দিবেন বিএনপি'র ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু।

বিএনপি'র কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি'র আহবায়ক আমিন উর রশিদ ইয়াসিনের সভাপতিত্বে গণ অবস্থান কর্মসূচিতে পর্যাক্রমে নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন