শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কায়কোবাদের নির্দেশে গন অবস্থান কর্মসূচিতে মুরাদনগরের সহস্রাধিক নেতাকর্মী

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২৩, ২:১৬ পিএম

কুমিল্লা টাউন হল মাঠে বিএনপি'র গণঅবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন মুরাদনগর উপজেলা বিএনপি'র সহস্রাধিক নেতাকর্মী।

বুধবার বেলা ১১টার দিকে গন অবস্থান কর্মসূচিতে অংশ নিতে মুরাদনগর থেকে কুমিল্লা টাউন হল এসে পৌঁছান নেতাকর্মীরা।

কুমিল্লা মুরাদনগর বিএনপি'র প্রাণপুরুষ সাবেক এমপি শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এর নির্দেশে দলের এই গণ অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

গন অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া নেতারা বলছেন, গন অবস্থান কর্মসূচি জনগণের কর্মসূচি। জনগণই তা বাস্তবায়ন করবে। আওয়ামী স্বৈরাচারী সরকার ভীত হয়ে সারাদেশে বিরোধী দলীয় নেতা-কর্মীদের উপর মামলা হামলা গ্রেফতার ও নির্যতন শুরু করে দিয়েছে। কোন যড়যন্ত্রই আওয়ামী সরকারের পতন ঠেকানো যাবে না। জনগণের ভোটের অধিকার ও দেশের গণতন্ত্র পুনঃরুদ্ধারের জন্য আমরা লড়ে যাবো। আমাদের নেতা সাবেক মন্ত্রী, সাবেক এমপি শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এর নির্দেশে আগামীতে যেকোন আন্দোলন সংগ্রামে দলের সকল কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে সামিল হবো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন