শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বরিশাল বিভাগীয় সদরে বিএনপি’র গন অবস্থান কর্মসূচী চলছে

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২৩, ২:২৬ পিএম

বিএনপি’র গন অবস্থান কর্মসূচীর অংশ হিসেবে বরিশাল বিভাগীয় সদরে দলীয় কার্যালয়ের সামনে হাজার হাজার নেতা-কর্মী সহ বিভিন্নস্তরের মানুষ অবস্থান নিয়েছে। সকাল ১১টার পরে নগরীর সদর রোডে টাউন হল সংলগ্ন বিএনপি ও সহযোগী সংগঠনের অফিসের সামনে এ কর্মসূচীর সূচনা হয়। সমাবেশে বরিশাল মহানগরী ছাড়াও দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে বেশ কিছু দলীয় নেতা কর্মীগনও অংশ নিয়েছেন।

বিএনপি’র ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাবিবুন নবী সোহেল ছাড়াও বরিশাল উত্তর ও দক্ষিণ সাংগঠনিক জেলা এবং মহানগর নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখছেন। সমাবেশ স্থল ও এর আসেপাশে বিপুল সংখ্যক সশস্ত্র পুলিশ মোতায়েন রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন