যশোরের বাঘারপাড়ায় গলায় ফাঁস দিয়ে অমল অমল অধিকারী (৪৫) নামে এক চা দোকানি আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) উপজেলার নারিকেলবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে। নিহত অমল অধিকারী বাজারের দাসপাড়ার মৃত রণজিৎ অধিকারীর ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে নিজ দোকানের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন অমল। পরবর্তীতে প্রয়োজনে বাড়ি থেকে একাধিকবার তার মুঠোফোনে কল করা হয়। কিন্তু রিসিভ না করায় পৌনে নয়টার দিকে অমলের ভাই শিমুল দোকানের দিকে আসেন। এ সময় তিনি দোকানের সার্টার বন্ধ দেখেন এবং ভেতর থেকে মুঠোফোনের রিং বাজতে শোনেন। তাৎক্ষণিক শিমুল সার্টার উঁচু করে দেখেন দোকানঘরের আড়ায় রশিতে ফাঁস লাগানো অমলের নিথর দেহ ঝুলছে। এ সময় বাজারের লোকজন শিমুলের ডাক-চিৎকার শুনে ছুটে আসেন এবং পুলিশকে বিষয়টি জানান।
নিহতের স্বজনরা জানান, স্ত্রী, মা ও দুই সন্তান নিয়ে অমলের পরিবার। চা বিক্রি করে যা আয় করেন, তা দিয়ে কোনো রকমে সংসার চালাতেন। এর মাঝে এনজিও’র ঋণের চাপে হতাশাগ্রস্ত হয়ে পড়েন অমল। যে কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে ধারণা স্বজনদের।
বাজারের ব্যবসায়ীরা জানান, অমল দাস সহজ-সরল ও রসিক মনের মানুষ। কারো সাথে কখনো গোলমাল করতে দেখিনি। তার এমন মৃত্যু মেনে নেওয়া যায় না।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন