শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

হিলিতে কাস্টমস কর্মকর্তাকে হুমকি,পাসপোর্ট যাত্রী পারাপার এক ঘন্টা সাময়িক বন্ধ

হিলি সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২৩, ৩:২৫ পিএম

দিনাজপুরের হিলি কাস্টমসের পাসপোর্ট শাখার কর্মকর্তাদের হাত কেটে নেয়ার হুমকির প্রতিবাদে পাসপোর্টধারী যাত্রীদের বই এট্রিসহ,ব্যাগেজ শাখার সকল কার্যক্রম এক ঘন্টা সাময়িক বন্ধ রেখেছেন কাস্টমস কর্মকর্তারা।
বিষয়টি আজ শনিবার ( ১৪ ডিসেম্বর) দুপুর ২ টায় নিশ্চিত করেছেন রাজস্ব কর্মকর্তা সুকান্ত দাস।
তিনি বলেন,শনিবার দুপুর দেড় টার দিকে একজন পাসপোর্ট যাত্রী ব্যাগেজ নিয়ে ভারত থেকে বাংলাদেশে আসেন। এ সময় কাস্টমসে কর্মরত আনসার সদস্য ব্যাগেজটি নিয়ে ব্যাগেজ রুমে প্রবেশ করার সময় জনৈক দিনার নামের এক ব্যক্তি আনসার সদস্যকে ধাক্কা মেরে ল্যাগেজটি ছিনিয়ে নিয়ে যায়।
তিনি আরও বলেন,ওই ব্যক্তি ( দিনার) পরে এসে কাস্টমস কর্মকর্তাদের হাত কেটে নেয়াসহ বিভিন্ন হুমকি দেন। তাই আমরা দুপুর ২ টা থেকে পাসপোর্ট শাখার সকল কার্যক্রম সাময়িক এক ঘন্টা বন্ধ রেখেছি।বিষয়টি স্থানীয় থানায় অবগত করা হয়েছে।তবে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক আছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন