শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চিলাহাটিতে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে আহত ১০

ডোমার (নীলফামারী) থেকে প্রতিনিধি | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২৩, ১১:৩৩ এএম | আপডেট : ৩:৪৬ পিএম, ১৮ জানুয়ারি, ২০২৩

নীলফামারীর চিলাহাটিতে মিতালি এক্সপ্রেস এর ইঞ্জিন ও রুপসা এক্সপ্রেস এর মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আহতের তথ্য নিশ্চিত করেন চিলাহাটি ফায়ার সার্ভিসের লিডার নুরে আলম।

বুধবার (১৮ জানুয়ারি) সকাল ৯টায় চিলাহাটি রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। চিলাহাটি ফায়ার সার্ভিসের লিডার নুরে আলম সিদ্দিকি এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট উদ্ধার কাজ চালাচ্ছে।

আহদের মধ্যে রূপসার লোকোমাস্টার নাজমুল হক ও মিতালী এক্সপ্রেসের সহকারী লোকোমাস্টার মাজেদুর রহমানের নাম জানা গেছে। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

স্টেশন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটি স্টেশন ছেড়ে কিছুটা সামনে এগোচ্ছিল। এ সময় আগে থেকে দাঁড়িয়ে থাকা মিতালী এক্সপ্রেসের লাইট ইঞ্জিনের সঙ্গে সেটি ধাক্কা খায়। এতে রূপসার যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছুটাছুটি করে নামতে থাকেন ট্রেন থেকে। এতে অন্তত ১০ জন আহত হন।

স্টেশন মাস্টার টুটুল চন্দ্র রায় বলেন, দুর্ঘটনা কারণ এখনও বলা যাচ্ছে না। কোনো ট্রেন বা ইঞ্জিন স্টেশন ছেড়ে গেলে স্টেশন মাস্টারকে সঙ্গে সঙ্গে অবগত করতে হয়। পয়েন্টসম্যানের দায়িত্বে থাকা শ্রমিকরা তখন ট্রেন চলাচলের জন্য রেললাইনের পয়েন্টগুলো মিলিয়ে দেন। কিন্তু কিভাবে একই লাইনে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ও মিতালী ট্রেনের ইঞ্জিন গিয়ে দুর্ঘটনা ঘটল তা তদন্ত করে জানা যাবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন