শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের তমব্রু সীমান্তের শুন্যরেখায় বিবদমান দু’পক্ষের বিবাদে ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে

উখিয়া(কক্সবাজার) উপজেলা প্রতিনিধি | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২৩, ১১:১২ পিএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের তমব্রু সীমান্তের কোনারপাড়ার শূন্যরেখায় রোহিঙ্গা আশ্রয়শিবিরের কিছু শেডে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ফলে আশ্রয়শিবির ছেড়ে পালাচ্ছেন শেডে বসবাসরত রোহিঙ্গারা।

বুধবার ( ১৮- জানুয়ারি) রাত ৮টার দিকে সর্বশেষ পাওয়া খবরে জানা যায়, শেডগুলোতে আগুন জ্বলছে। সেই সঙ্গে চলছে গোলাগুলিও। শেডে বসবাসরত রোহিঙ্গারা দিকবেদিক পালাচ্ছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমেন শর্মা ব্যাপারটি স্বীকার করে বলেন-তুমব্রু শূন্যরেখার রোহিঙ্গা আশ্রয়শিবিরে কিছু ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এখনো সেখানে আগুন জ্বলছে, চলছে গোলাগুলিও। এ মুহূর্তে সেখানে যাওয়ার পরিস্থিতি নেই। সেখানকার রোহিঙ্গাদের অনেকেই বাংলাদেশের অভ্যন্তরে ঘুমধুম উচ্চবিদ্যালয়ে আশ্রয় নিয়েছেনবলে জানা যায়। আবার অনেক রোহিঙ্গা মিয়ানমারের অভ্যন্তরে চলে গেছেন। গোলাগুলির শব্দ আগের চেয়ে বেড়েছে।

ইতিপুর্বেও সকাল ৬টার পর থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঘুমধুমের তমব্রু সীমান্তের কোনারপাড়ার শূন্যরেখায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে মিয়ানমারের সশস্ত্র দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে হামিদ উল্লাহ (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে মুহিব উল্লাহ (২৫) নামের অন্যজন আহত হয়েছেন। বাংলাদেশের সীমান্ত রক্ষাকারী বাহিনী (বিজিবি) সীমান্তে সতর্ক পাহারায় থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানা যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন