ছড়ায় ছড়ায় কিপ্টামি
প্রথম বন্ধু- দোস্ত, এবার যাই!
দ্বিতীয় বন্ধু- না না, পরে যাবে রে তুই, খাবার আগে খাই।
প্রথম বন্ধু- খুব ভালো এক দোস্ত রে তুই
যেন গলার মালা।
দ্বিতীয় বন্ধু- দোস্ত বেশি ভাবিসনে আজ, তোর খাওয়ানোর পালা।
প্রথম বন্ধু- কি খাওয়াবো বল না রে ভাই? নেই তো টাকা বেশি।
দ্বিতীয় বন্ধু- বেশি কিছু খাবো না ভাই, চিকেন খাবো দেশি।
প্রথম বন্ধু- আজকে আমি খেয়ে নেই আর, তুই দিয়ে দেয় বিল
দ্বিতীয় বন্ধু- বন্ধু আমার, কাল খাবি তুই ‘হোটেল এ ঝিলমিল’।
প্রথম বন্ধু- চিকেন খাওয়া শিক্ষা দিতে বলছে এ মন রাগে
দ্বিতীয় বন্ধু- দোস্ত জানিস? পকেট মেরে চিকেন খেতাম আগে!
ষ রেদ্বওয়ান মাহমুদ
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন