নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ পৃথিবীতে নেতৃত্ব দিবে-এর নাম হচ্ছে মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ শেষ হয় না। এদেশকে আরো এগিয়ে নেয়ার নামই হচ্ছে মুক্তিযুদ্ধ। এদেশকে সুন্দরভাবে গড়ে তোলার নাম হচ্ছে মুক্তিযুদ্ধ।
প্রতিমন্ত্রী আজ মঙ্গলবার দিনাজপুরে বিরল উপজেলার কাজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, এদেশকে সোনার বাংলা বিনির্মাণের নাম হচ্ছে মুক্তিযুদ্ধ। এদেশের প্রত্যেক নাগরিক একটি মানসম্পন্ন মানুষ হবে এর নাম হচ্ছে মুক্তিযুদ্ধ। বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছেন বলে আজকে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়েছি। মুক্তিযুদ্ধে বিজয়ী হয়েছি বলে আজকে আমাদের সম্মান হয়েছে। সেই সম্মানকে ধরে রাখতে হবে।
বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা কাওসারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিরল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাবু, পৌর মেয়র সবুজার সিদ্দিক সাগর এবং বিরল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমা কান্ত রায়।
প্রতিমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধকে ধরে রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার প্রত্যেক গ্রামে, প্রতিটি স্কুলে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর গড়ে তোলার পদক্ষেপ নিয়েছে। আমার পূর্ব পুরুষরা কিভাবে এদেশ সৃষ্টি করেছিল, কিভাবে স্বাধীনতা এনে দিয়েছে, কিভাবে আমার জাতীয় পতাকা, আমার জাতীয় সঙ্গীত ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি’ দিয়েছে, মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর সে কথাই বলবে, সেই শিক্ষাই দিবে আমাদেরকে।
প্রতিমন্ত্রী এর আগে বিরল উপজেলা পরিষদ অডিটরিয়ামে বিরল উপজেলা টাস্কফোর্স কমিটির সভা, শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ, আনসার সদস্যদের ব্যারাক উদ্বোধন, ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ, ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন, দুটি ইউনিয়ন ভূমি অফিসের উদ্বোধন এবং মহিলা বিষয়ক অধিদফতরের চেক বিতরণ করেন।
প্রতিমন্ত্রী পরে বিরল উপজেলার সিঙ্গল হামিদ হামিদা উচ্চ বিদ্যালয়ে মুক্তিযুদ্ধ স্মৃতি যাদুঘর উদ্বোধন করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন