বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও রাজবন্দীদের মুক্তি, তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন, বিদ্যুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোসহ ১০ দফা দাবিতে সমাবেশ করেছে টাঙ্গাইল জেলা বিএনপি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইল জেলা বিএনপির আয়োজনে বুধবার বেলা ১১ টার দিকে টাঙ্গাইল কোর্ট চত্তর এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী।
জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবালের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসির, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, শহর বিএনপির সাধারণ সম্পাদক এজাজুল হক সবুজ প্রমুখ।
সমাবেশে বক্তারা, অবৈধ সংসদ ভেঙ্গে নির্দলীয় সরকার গঠনের মাধ্যমে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিতসহ ১০ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান। তা না হলে আগামী দিনের আন্দোলনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক বন্ধ করে দেয়ার হুশিয়ারি দেন বক্তারা।
এসময় জেলা বিএনপিসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন