বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

চট্টগ্রাম বিএনপির ১০২ নেতা-কর্মীর হাইকোর্টে জামিন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

চট্টগ্রাম নগর বিএনপি নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত পৃথক ৪ মামল ১০২ নেতা-কর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

গতকাল বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং মোহাম্মদ আমিনুল ইসলামের ডিভিশন বেঞ্চ এ জামিন দেন। জামিনপ্রাপ্তদের মধ্যে রয়েছেন, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবের রহমান শামীম, মহানগররে আহŸায়ক ডা: শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাসেম বক্কর রয়েছেন।
হাইকোর্ট তাদের ৬ সপ্তাহের জামিন দেন। চট্টগ্রাম মহানগর বিএনপি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গত ১৬ জানুয়ারি বিকেলে দলীয় কার্যালয়ের সামনে চট্টগ্রাম মহানগর বিএনপির সমাবেশ চলছিল। এতে মিছিল সহকারে বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা যোগ দিচ্ছিলেন। যুবদলের একটি মিছিল কাজির দেউরি মোড় থেকে সমাবেশের দিকে যাচ্ছিল। ওই মিছিলে থাকা নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় পুলিশ বিএনপি নেতা-কর্মীদের লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ করে। বিপরীতে বিএনপি নতাকর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এ ঘটনায় পুলিশসহ বেশ কয়েকজন আহত হন। এ সময় কাজির দেউরি মোড়ে কর্তব্যরত ট্রাফিক পরিদর্শক বিপ্লবের মোটরসাইকেলে আগুন দেয় বিএনপি নেতা-কর্মীরা। এ সময় আদালত থেকে ফেরত একটি গাড়িতে হামলা চালিয়ে মিরসরাই থানার কয়েকজন পুলিশ সদস্যকে আহত করে তারা। একই সঙ্গে কাজির দেউরি মোড়ে থাকা নগর পুলিশের সার্ভিস সেন্টার ও ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর করা হয়। এসব ঘটনায় ১৬ জানুয়ারি রাতে কোতোয়ালি থানায় চারটি মামলা দেয়া হয়। এজাহারে আসামিদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইন, বিস্ফোরক আইন ও দÐবিধি আইনের সংশ্লিষ্ট ধারা উল্লেখ করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন