রংপুরের কাউনিয়া উপজেলার এক পল্লীতে চিরকুট লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক কলেজছাত্রী।
সোমবার দুপুরে উপজেলার হারাগাছ ইউনিয়নের সোনাতন চিলমারী টারি গ্রামের নিজ বাড়ি থেকে ওই ছাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়।
এসময় ওই তরুণীর মৃতদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। সেখানে লেখা ছিল, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমার জন্য সবাই দোয় করিও। আমাকে সবাই ক্ষমা করিও সবাই।’
সুরমা খাতুন সোনাতন চিলমারী টারি গ্রামের সহিদুল ইসলামের মেয়ে এবং মীরবাগ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রোববার রাতে খাওয় শেষে ঘরে ঘুমাতে যায় সুরমা। সোমবার ভোরে তার মা তাকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে পরিবারের লোকজন এসে সুরমার মৃতদেহ মাটিতে নামায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন