শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

সোলেদারের কাছে গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ নিয়েছে রুশ সেনা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২৩, ৮:১৭ পিএম

ডোনেৎস্ক পিপলস রিপাবলিকের সোলেদারের কাছে কৌশলগত গুরুত্বপূর্ণ শহর ব্লাগোদাতনয় রাশিয়ার বাহিনীর নিয়ন্ত্রণে এসেছে, ওয়াগনার প্রাইভেট মিলিটারি কোম্পানির প্রতিষ্ঠাতা ইয়েভজেনি প্রিগোজিন রোববার বলেছেন।

‘ওয়াগনার পিএমসি-এর ইউনিটগুলো ব্লাগোদাতনয় নেয়া হয়েছে। শহরটি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে,’ তার প্রেস সার্ভিস তার টেলিগ্রাম চ্যানেলে তাকে উদ্ধৃত করে বলেছে। ভাষ্যটির সাথে একটি অ্যাসল্ট ইউনিটের কমান্ডারের মন্তব্যের একটি অডিও রেকর্ডিং রয়েছে, যারা ব্লাগোদাতনয়ের দক্ষিণ উপকণ্ঠে পৌঁছেছে।

১২ জানুয়ারী, সোলেদারকে ইউক্রেনের কাছ থেকে মুক্ত করা হয়েছিল, রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় এর আগে জানিয়েছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগর কোনাশেনকভের মতে, এ শহরের উপর পূর্ণ নিয়ন্ত্রণ আর্টিওমভস্কে (ইউক্রেনীয় নাম বাখমুত) ইউক্রেনীয় সৈন্যদের সরবরাহের পথ বন্ধ করে দেয়া এবং পরবর্তীতে সেখানে আটকে থাকা ইউনিটগুলিকে অবরুদ্ধ ও ঘেরাও করা সম্ভব করে। সূত্র: তাস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন