শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

খেরসনে ইউক্রেনের গোলাবারুদ ডিপো নিশ্চিহ্ন করেছে রুশ সেনা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:১০ পিএম

রাশিয়ান বাহিনী খেরসন অঞ্চলের স্টেপানোভকা গ্রামের কাছে একটি ইউক্রেনীয় গোলাবারুদ ডিপো ধ্বংস করেছে, আঞ্চলিক জরুরি পরিষেবাগুলো সোমবার বার্তা সংস্থা তাসকে জানিয়েছে।

‘রোববার রাতে, আর্টিলারি ফায়ারে স্টেপানোভকার বসতির কাছে ইউক্রেনীয় সেনাবাহিনীর একটি ব্রিগেডের গোলাবারুদ ডিপো ধ্বংস হয়ে গেছে। ১৫৫ মিমি এম ৭৭৭ হাউইটজার, ২এ৬৫ এমস্টা-বি হাউইটজার এবং ১২২ মিমি ডি-৩০ হাউইটজারের গোলাবারুদ নিশ্চিহ্ন হয়ে গেছে,’ জরুরি পরিষেবাগুলি বলেছে।

এছাড়াও, ইউক্রেনের পাঁচটি মোটর গাড়ি ধ্বংস হয়ে গেছে। সামরিক বাহিনী আটজন সৈন্যকে হারিয়েছে এবং নয়জন আক্রমণের তীব্রতার কারণে আহত হয়েছে।

রাশিয়ান আর্টিলারি ৫ ফেব্রুয়ারী ডিনেপ্রোভস্কয়ের বসতির কাছে গুলি চালায়, গোলাবারুদ সহ একটি ইউক্রেনীয় ডি-৩০ হাউইটজার ধ্বংস করে। আঞ্চলিক জরুরী পরিষেবাগুলি জানিয়েছে, ইউক্রেনের সেনাবাহিনী চারজন সৈন্যকে হারিয়েছে এবং অন্য তিনজন গুরুতর আহত হয়েছে। সূত্র: তাস।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন