শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কুবিতে প্লাটফর্মের উদ্যোগে জমকালো ইয়ার কনসার্ট

কুবি সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২৩, ৩:৪০ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ব্যান্ডদল প্লাটফর্মের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জমকালো ইয়ার কনসার্ট উদযাপিত হয়েছে। গতকাল (৩০ জানুয়ারি) সন্ধ্যা থেকে রাত বারোটা পর্যন্ত চলে এ কনসার্ট।

কনসার্টে গান পরিবেশনা করেন জনপ্রিয় ব্যান্ডদল-বে অব বেঙ্গল, একাইনাস, হার্ট অব হেভেনসহ বিশ্ববিদ্যালয়ের দুটি সংগঠন প্রতিবর্তন ও প্লাটফর্ম।

প্লাটফর্মের ভোকাল ইমাম হোসাইন মাসুম বলেন, অনেক দিন ধরে চেষ্টা করছিলাম একটি সুন্দর,জাকজমকপূর্ণ আয়োজন করতে কিন্তু সঠিক পৃষ্ঠপোষকতা এবং দিকনির্দেশনার অভাবে সেটা সম্ভব হয়ে ওঠেনি। অবশেষে উপদেষ্টামণ্ডলীর প্রাণান্ত চেষ্টা ও সদস্যদের কঠোর পরিশ্রম এবং বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ একটি সুন্দর এবং সফল আয়োজনের সমাপ্তিতে ভূমিকা রেখেছে। আশা রাখবো,আগামী দিনেও ব্যান্ড সংগীতের এই ধারা বজায় থাকবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন