শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সভাপতি আ’লীগ, সম্পাদক বিএনপি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:৫৫ এএম

রাজবাড়ী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আওয়ামী আইনজীবী পরিষদের আনোয়ার হোসেন। সাধারণ সম্পাদক হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের আব্দুর রাজ্জাক (২)।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার অশোক কুমার সাহা এ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচিত অন্যরা হলেন- সহ-সভাপতি আনিসুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল আলম আশা, খান মোহাম্মদ জহুরুল হক, সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক আহম্মদ আলী মৃধা বাটু, সদস্য তুহিন শেখ, সাখাওয়াৎ হোসেন সালেহ, সুখেন্দু চক্রবর্তী, অনুপ কুমার দাস ও নিজাম উদ্দিন শেখ।

নির্বাচনে ১১টি পদের বিপরীতে সভাপতিসহ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ছয়জন, সাধারণ সম্পাদকসহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দু‘জন এবং সহ-সাধারণ সম্পাদকসহ সাধারণ আইনজীবী পরিষদের তিনজন নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে জেলা বার অ্যাসোসিয়েশন ভবনে ভোটগ্রহণ চলে। এতে মোট ২০৪ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন